এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অতিরিক্ত গতি: ২১ ফেব্রুয়ারি থেকে ভিডিও দেখে মামলা দায়ের শুরু

ঢাকা এক্সপ্রেসওয়েতে কর্মরত বিদেশিদের কর ছাড়ের সুবিধা তিন বছর বাড়ল
ছবি: স্টার

দুর্ঘটনা রোধে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে ভিডিও দেখে মামলা দায়ের শুরু করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

আজ শনিবার কুড়িল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কোম্পানি লিমিটেডের ট্রাফিক সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান ক্যাপ্টেন (অব.) হাসিব হাসান খান বলেন, '(এক্সপ্রেসওয়েতে) ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করা হবে।'

তিনি জানান, বিষয়টি নিয়ে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ইতোমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আলোচনা করেছে।

বর্তমানে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্ধারিত গতিসীমা ঘণ্টায় ৬০ কিলোমিটার। তবে কর্তৃপক্ষ এটিকে ঘণ্টায় ৮০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে এবং এই পরিবর্তনের বিষয়ে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সাথে আলোচনা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এরই মধ্যে ১০০ কিলোমিটারের বেশি গতিতে চলা যানবাহনের বিরুদ্ধে মামলা করতে রাজি হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কর্তৃপক্ষ আরও জানিয়েছে, যদি কোনো গাড়ি গতিসীমা ভঙ্গ করে এবং তিনটি মামলা হয়, তাহলে ওই গাড়ির জন্য এক্সপ্রেসওয়ে ব্যবহার নিষিদ্ধ করা হবে।

Comments

The Daily Star  | English
Election Commission

EC’s accountability is key to Bangladesh’s electoral reform

Success of wider electoral reforms depends heavily on the EC’s willingness to adopt reforms.

10h ago