বিচারপতি আবদুর রউফের মৃত্যুতে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম অর্ধদিবস বন্ধ

সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ আবদুর রউফের মৃত্যুতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম আধাবেলার জন্য বন্ধ রাখা হয়েছে।
আজ রোববার বেলা ১১টার পর থেকে আপিল বিভাগ এবং দুপুর ২টার পর থেকে হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম বন্ধ রাখা হয়।
সুপ্রিম কোর্ট প্রশাসন আজ এ বিষয়ে দুটি পৃথক বিজ্ঞপ্তি জারি করেছে।
আজ রোববার সকাল ৯টা ৫৫ মিনিটে রাজধানীর মগবাজারে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ আবদুর রউফ। তার বয়স হয়েছিল ৯১ বছর।
মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিচারপতি আব্দুর রউফের ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ দ্য ডেইলি স্টারকে জানান, দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে নামাজে জানাজা শেষে বিচারপতি আবদুর রউফকে ময়মনসিংহে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
Comments