আজও শাহবাগে অবস্থান নিয়েছেন প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা

সহকারী শিক্ষক, নিয়োগ বাতিল, শাহবাগ, জাতীয় জাদুঘর,
তৃতীয় ধাপের প্রার্থীরা এখনো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন। ছবি: প্রবীর দাশ/স্টার

হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া তৃতীয় ধাপের প্রার্থীরা এখনো শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে দেখা যায়, তাদের অবস্থান কর্মসূচি চলমান আছে।

সেখানে উপস্থিত থাকা নওরীন চাঁদনী বলেন, 'গতকাল রাতেও আমরা এখানে ছিলাম। আমাদের এই কর্মসূচি চলতে থাকবে।'

নারায়ণগঞ্জ থেকে আসা ইশরাত আলম বলেন, 'আমাদের নিয়োগ কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।'

মানিকগঞ্জ থেকে আসা মজিবুর রহমান বলেন, 'আমরা ছয়দিন পর্যন্ত টানা এই কর্মসূচি পালন করব। কারণ আমাদের বঞ্চিত করা হয়েছে। আমরা অধিকার চাই। দাবি না পাওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না।'

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

11h ago