সাইবার আইনে ৩৩২ মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে: আইন উপদেষ্টা

গায়েবি ১২১৪ মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে
অধ্যাপক আসিফ নজরুল। ছবি: ভিডিও থেকে নেওয়া

বিগত আমলে সাইবার সিকিউরিটি আইনে করা ৩৯৬টি মামলার মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে বলে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

অধ্যাপক আসিফ নজরুল বলেন, 'সাইবার আইনে মত প্রকাশের অভিযোগে (স্পিচ অফেন্স) যেসব মামলা হয়েছিল প্রথমে আমরা সেগুলো প্রত্যাহার করছি। কম্পিউটার হ্যাকিং সংক্রান্তগুলো করা হচ্ছে না।'

'বিগত সরকারের আমলে স্পিচ অফেন্স সংক্রান্ত ৩৯৬টি মামলা করা হয়েছিল। এর মধ্যে আইন মন্ত্রণালয় পাবলিক প্রসিকিউটরদের মাধ্যমে ৩৩২টি মামলা প্রত্যাহার করেছে,' বলেন তিনি।

'৬১টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামী ৩-৪ কার্যদিবসের মধ্যে এগুলো প্রত্যাহারের কার্যক্রম শেষ হয়ে যাবে। ফেব্রুয়ারি শেষে সাইবার আদালতে স্পিচ অফেন্স মামলা আর থাকবে না,' যোগ করেন তিনি।

উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, 'তবে তিনটি মামলা আমরা প্রত্যাহার করতে পারব না। কারণ এগুলো উচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী স্থগিত আছে। যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা উচ্চ আদালতে গিয়েছেন। এই তিনটি বাদে সাইবার আইনে স্পিচ অফেন্সের ৩৯৬টি মামলার বাকি সবগুলো ফেব্রুয়ারি শেষে আর থাকছে না।'

গায়েবি মামলা প্রত্যাহারের বিষয়ে তিনি বলেন, 'গায়েবি মামলার বিষয়ে আমরা দেড় মাস আগে কাজ শুরু করেছি। এর মধ্যে সারাদেশে ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশিত হবে।'   

Comments

The Daily Star  | English

Is the US winning under Donald 'Tariff' Trump?

President Trump has now been president for almost 100 days.

3h ago