পাঠকদের কাছে দুঃখপ্রকাশ

ওয়াশিংটনে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার অনলাইন সংস্করণে প্রকাশিত প্রতিবেদনের জন্য পাঠক, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের কাছে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি এবং আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।
প্রতিবেদনটি পর্যালোচনা করে আমরা বুঝতে পেরেছি, প্রেসিডেন্ট ট্রাম্প বাংলাদেশ প্রসঙ্গে যা বলেছেন সেটি আমাদের প্রতিবেদনে ভুল ও বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হয়েছিল। এ বিষয়ে আমরা পর্যালোচনা করে ভুলের কারণ চিহ্নিত করেছি এবং আমাদের ডিজিটাল নিউজরুমে প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা নিয়েছি, যাতে এমন ভুল আর না হয়।
প্রতিষ্ঠাকাল থেকেই দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় নীতিমালা বাংলাদেশের জাতীয় স্বার্থের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে এবং দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সকল ফোরামে আমাদের সার্বভৌমত্ব, জাতীয় অখণ্ডতা ও ন্যায়সঙ্গত দাবির পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।
এই ত্রুটির জন্য আবারও ক্ষমা প্রার্থনা করছি এবং আমাদের প্রতি পাঠক ও শুভানুধ্যায়ীদের সমালোচনা আন্তরিকভাবে গ্রহণ করছি।
আমরা সর্বোচ্চ নৈতিক মানদণ্ড ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে অঙ্গীকারাবদ্ধ।
ধন্যবাদ
দ্য ডেইলি স্টার
Comments