‘পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন বাতিলের সুযোগ নিতে পারবে না রোহিঙ্গারা’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ফাইল ছবি

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ায় রোহিঙ্গারা যেন সুযোগ নিতে না পারে সে ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্যারেড পরিদর্শন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জনগণকে ভোগান্তি থেকে রক্ষা করতে পাসপোর্টের ভেরিফিকেশন তুলে দেওয়া হয়েছে। অনেক দিনের চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোহিঙ্গাদের কীভাবে পাসপোর্ট পাওয়া থেকে বিরত রাখা হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে তাদের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না। রোহিঙ্গারা যেন এনআইডি না পায় সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে রোহিঙ্গাদের কেউ এনআইডি পেয়ে থাকলে সেটাও যাচাই করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশের বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে বলে সম্প্রতি গণমাধ্যমে যে খবর এসেছে সে ব্যাপারে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সীমানার ভেতর থেকে কাউকে অপহরণের ঘটনা ঘটেনি। আমাদের জেলেরাও অনেক সময় ভুল করে সমুদ্র সীমা পার হয়ে যান।

অপারেশন ডেভিল হান্টের মধ্যেই ঢাকায় বইমেলা ও টাঙ্গাইলে ফুলের দোকান-রেস্টুরেন্টে হুমকি ও হামলায় 'তৌহিদি জনতা'কে সরকার কেন নিয়ন্ত্রণ করতে পারল না জানতে চাইলে তিনি বলেন, আমরা সব জনতাকেই নিয়ন্ত্রণ করতে পারছি। শুধু এক জনতা না, বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করছে। সব জনতাকেই নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। কোন জনতা 'মব' তৈরি করছে সেটা আপনাদেরকেও (সাংবাদিক) একটু দেখতে হবে। সবাইকে সজাগ হতে হবে।

Comments

The Daily Star  | English

No active militant presence in Bangladesh: home adviser

The reports of suspected extremists' deportation from Malaysia shows no links to local terrorist networks, he says

1h ago