‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ পানির ন্যায্য হিস্যার দাবিতে গণপদযাত্রা

তিস্তা নদী রক্ষা আন্দোলনের অংশ হিসেবে আজ মঙ্গলবার গণপদযাত্রা কমসূচি পালিত হয়েছে। ছবি: স্টার

তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করছেন তিস্তাপাড়ের বাসিন্দারা।

এ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল পৌনে‌ ১১টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের তিস্তা সড়কসেতু থেকে 'জাগো বাহে, তিস্তা বাঁচাই' স্লোগানে গণপদযাত্রা কর্মসূচি শুরু হয়েছে। 

তিস্তা নদী রক্ষা আন্দোলনের ডাকে রংপুরের পাঁচ জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী ও গাইবান্ধায় তিস্তাপাড়ের ১১টি পয়েন্টে  কর্মসূচি চলছে। গতকাল সোমবার সকাল থেকে অবস্থান কর্মসূচি শুরু হয়।

আজ 'তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি'র প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নেতৃত্বে পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। 

পদযাত্রায় বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি মিলিয়ে ১৫-১৬ হাজার মানুষ অংশ নেন।

ছবি: স্টার

গতরাতে তিস্তাপাড়ে তাঁবু টাঙিয়ে থেকেছেন কয়েক হাজার মানুষ। রাতভর ছিল পালাগান, সারিগান ও ভাওয়াইয়া গানের আসর। 

লালমনিরহাটের কৃষক শামসুল আলম দ্য ডেইলি স্টারকে জানান, তারা সোমবার সকাল থেকে তিস্তাপাড়ে অবস্থান করছেন। রাতে তাঁবুতে থেকেছেন। 

তিস্তা নদী রক্ষার আন্দোলনে অংশ নিতে পেরে নিজেকে ধন্য মনে করছেন জানিয়ে বলেন, 'তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আমাদের চিরদিনের দুঃখ ঘুচে যাবে।'

এই আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু ডেইলি স্টারকে বলেন, 'আমাদের দাবি পূরণ না হলে আমরা আবারও তিস্তাপাড়ে কর্মসূচির ডাক দেবো।' 

এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সন্ধ্যায় তিস্তাপাড়ের মানুষের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময় করবেন বলেও জানান তিনি।

 

Comments

The Daily Star  | English

Explosions rock Indian Kashmir

Sirens ring out in Jammu, projectiles in night sky; Islamabad says Indian drones earlier entered its airspace

9h ago