যাত্রাবাড়ীতে মুখে গুলিবিদ্ধ খোকনকে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে রাশিয়ায়

গত ৫ আগস্ট দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে গুলিবিদ্ধ হন খোকন চন্দ্র বর্মণ। এতে তার ওপরের ঠোঁট, মাড়ি, নাক, তালুসহ মুখের একটি বড় অংশ হাড়সহ নষ্ট হয়ে যায়। উন্নত চিকিৎসার জন্য তাকে রাশিয়ার মস্কোতে পাঠানো হচ্ছে।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, খোকনের চিকিৎসার জন্য বিভিন্ন দেশে যোগাযোগ করা হয়। কিন্তু তার মুখ পুনর্গঠনের প্রক্রিয়াটি বেশ জটিল হওয়ায় সব জায়গা থেকে অপারগতা প্রকাশ করা হয়। দীর্ঘ চেষ্টার পর এক পর্যায়ে এই বিষয়ে দক্ষ মস্কোর ইউনিভার্সিটি ক্লিনিক অব লোমোনোসোভ হাসপাতাল খোকনের মুখ পুনর্গঠনের চ্যালেঞ্জ নিতে সম্মত হয়েছে।

বিবৃতিতে আরও জানানো হয়, খোকনের চিকিৎসার দায়িত্বে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয়ের মেডিকেল বোর্ড উন্নত চিকিৎসার জন্য খোকনকে রাশিয়ায় পাঠানো সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়ায় প্রশিক্ষিত সার্জন মো. মাহমুদুল হাসান আগামীকাল শুক্রবার ভোরে খোকনকে নিয়ে মস্কোর উদ্দেশে রওনা হবেন।

Comments

The Daily Star  | English

Rizvi voices concern over corruption allegations against advisers

He said the students should have exercised greater caution upon becoming part of the government and holding power

8m ago