ধর্ষণের বিচার দাবিতে ভিকারুননিসার শিক্ষার্থীদের বিক্ষোভ

সোমবার দুপুর ১২টার দিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।
সোমবার দুপুর ১২টার দিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। ছবি: আনিসুর রহমান/স্টার

রাজধানীর বেইলি রোডে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষাপ্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।

আজ সোমবার দুপুর ১২টার দিকে তাদের এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধর্ষণ,
শিক্ষার্থীরা নানান স্লোগান দিচ্ছিলেন। ছবি: আনিসুর রহমান/স্টার

এসময় তারা স্লোগান দিচ্ছিলেন, 'আমার বোন কবরে, ধর্ষক কেন বাইরে'; 'ধর্ষকের চামড়া, তুলে নেব আমরা', 'আমাদের বাংলায়, ধর্ষকের ঠাই নাই', 'আমার বোনের নিরাপত্তা, দিতে হবে দিতে হবে'।

ভিকারুননিসার উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী স্নেহা মনি ডেইলি স্টারকে বলেন, 'ধর্ষকরা পার পেয়ে যাচ্ছে, অথচ পুলিশ কিছুই করতে পারছে না। সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। পুলিশ যদি কিছু করতে না পারে, তাহলে এমন পুলিশ আমাদের দরকার নেই।'

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধর্ষণ,
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নানান প্লাকার্ড ছিল। ছবি: আনিসুর রহমান/স্টার

তিনি আরও বলেন, 'আমরা দুপুর ১২টা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করেছি। আজ হয়তো তিন থেকে চার ঘণ্টা এখানে বিক্ষোভ করব। তবে সরকার কোনো উদ্যোগ না নিলে আমাদের আন্দোলন চলতে থাকবে।'

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, ধর্ষণ,
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নানান প্লাকার্ড ছিল। ছবি: আনিসুর রহমান/স্টার

'আমি নারায়ণগঞ্জ থেকে এখানে আসি। বাসায় আমার বাবা-মা দুশ্চিন্তায় থাকেন। এই অবস্থা আমার মতো সব নারা শিক্ষার্থীর। আমরা নিরাপদে ঘরে ফিরতে চাই। প্রশাসনকে আমাদের নিরাপদ নিশ্চিত করেত হবে।'

Comments

The Daily Star  | English

Public gatherings banned in key Dhaka areas from May 18: ISPR

Restrictions imposed to maintain order near Chief Adviser’s Office, military zones

6m ago