৭ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় সাত ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবিতে গাজীপুরে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করলে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আজ সোমবার বিকেলে জয়দেবপুর জংশন রেলওয়ের স্টেশন মাস্টার আবুল খায়ের চৌধুরী দ্য ডেইলি স্টারকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৩টার দিকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস জয়দেবপুর স্টেশন ছেড়ে গেছে। রেল চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
এদিন সকাল ৮টার দিকে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নাম বদলে 'বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি' করার দাবিতে কালিয়াকৈর হাইটেক রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন অবরোধ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। সম্প্রতি তা পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামে গেজেট প্রকাশ করে সরকার। শিক্ষার্থীরা আবারও নাম পরিবর্তনের দাবি জানিয়েছেন।
আন্দোলনরত শিক্ষার্থী ইউনুস আলী ডেইলি স্টারকে বলেন, 'শিক্ষা সচিব ২১ দিনের সময় নিয়েছেন। তাই আমরা আজকের মতো আন্দোলন স্থগিত করেছি।'
Comments