‘মেঘমল্লার’ নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন

'মেঘমল্লার' খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন।
অমিতাভ রেজা চৌধুরী দ্য ডেইলি স্টারকে জানান, ভারতের বেঙ্গালুরুতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
জানা গেছে, বহুদিন ধরেই লিভারের সমস্যায় ভুগছিলেন তিনি। গত কয়েক মাস ধরে বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহেই তার লিভার ট্রান্সপ্ল্যান্ট করার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর শারীরিক অবস্থার অবনতি হয়, ছিলেন লাইফ সাপোর্টে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই নির্মাতা।
কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের 'রেইনকোট' গল্প অবলম্বনে 'মেঘমল্লার' সিনেমা নির্মাণ করেন অঞ্জন। ২০১৪ সালের ডিসেম্বরে মুক্তি পায় সিনেমাটি। তার নির্মিত প্রথম সিনেমার জন্যই 'শ্রেষ্ঠ পরিচালক' ও 'শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা' হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
সরকারি অনুদানে সবশেষ তিনি নির্মাণ করেন 'চাঁদের অমাবস্যা' সিনেমাটি। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
Comments