গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি প্রকাশ

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ২০৫ সদস্যের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার | ছবি: পলাশ খান/স্টার

নতুন ছাত্র সংগঠন 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের' কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করেছেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে তিনি ২০৫ সদস্যের কমিটি ঘোষণা করেন।

আবু বাকের মজুমদার বলেন, 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করেছে। এই ছাত্র সংগঠনের জন্য ঢাকাসহ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আমরা কাজ করে এসেছি। আমরা শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি, তাদের মতামত শুনেছি এবং নতুন বাংলাদেশে ছাত্র সংগঠন কেমন হতে পারে সেই বিষয়ে শিক্ষার্থীদের মতামত নিয়ে আমরা পেপারওয়ার্ক করেছি।'

তিনি বলেন, 'শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়সহ দেশের কোনো ক্যাম্পাসে লেজুরবৃত্তিক ছাত্ররাজনীতি চায় না। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ—আমরা সিদ্ধান্ত নেই, আমাদের এই ছাত্র সংগঠনটি কখনোই লেজুরবৃত্তি করবে না। এই ছাত্র সংগঠন গণতান্ত্রিক উপায়ে কাউন্সিলের মাধ্যমে বটম টু টপ অ্যাপ্রোচে তাদের নেতৃত্ব বাছাই করবে। আমরা দেখি, বিভিন্ন ছাত্র সংগঠনের মধ্যে বয়সসীমা নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেকে অছাত্র হয়েও সংগঠনে থাকেন। আমাদের এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে (কোনো সদস্যের) সর্বোচ্চ বয়স ২৮ বছর হবে। এছাড়া বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার কমিটিগুলোতে যারা নেতৃত্বে থাকবেন, তারা ভর্তি হওয়া থেকে সর্বোচ্চ সাত বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন।'

'নারীদের জন্য কমফোর্ট জোন পলিটিক্সের কথা আমরা বলছি। আমরা সেই চর্চা করব, সেই অঙ্গীকারও শিক্ষার্থীদের কাছে আমরা করেছি,' বলেন বাকের।

গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ ও হাতাহাতির ঘটনায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, 'আমরা কোনোভাবেই চাই না, ক্যাম্পাসগুলোতে উত্তেজনাকর পরিস্থিতির তৈরি হোক।'

এই ঘটনাকে ভুল বোঝাবোঝি উল্লেখ করে তিনি বলেন, 'আহ্বায়ক কমিটিতে হাজার হাজার লোক রাখা সম্ভব না।'

বাকের জানান, ইউনিটভিত্তিক কমিটি প্রস্তুত করা হবে এবং পরবর্তীতে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। এটি একটি দীর্ঘ প্রক্রিয়া এবং সারা দেশে কমিটি ঘোষণা করতে প্রায় ছয় মাস সময় লেগে যাবে।

কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির বিভিন্ন পদে যারা রয়েছেন—সদস্য সচিব জাহিদ হাসান, মুখ্য সংগঠক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, যুগ্ম আহ্বায়ক তৌহিদ মোহাম্মদ সিয়াম, নুরুল গণি সগির, খান তালাত মাহমুদ রাফি (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), জুবায়ের হোসেন (ঢাকা কলেজ), মো. আব্দুল করিম, নূর নবী (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেহেদী সজিব (রাজশাহী বিশ্ববিদ্যালয়), নাঈম আক্তার রিতা (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), জয় বিশ্বাস, রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, আব্দুল্লাহ মো. তানভীর, তোফাজ্জল হোসেন সাদাত, মিতু আক্তার, ফারাবি জিসান (ব্র্যাক ইউনিভার্সিটি), মাহফুজুর রহমান (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), মুক্তি হোসেন মুক্তার, সোহানুর রহমান সোহাগ, সাব্বির আহমেদ, জানে আলম অপু, মো. জোবায়ের সাফওয়ান, মো. মাহফুজার রহমান, দীপন চৌধুরী, তুহিন আহমেদ, মহিউদ্দিন, সোহেল রানা সাব্বির, মো. তামিম হোসাইন, আবু বক্কর, জাফর ইমাম, গোলাম কিবরিয়া অপু, আসাদ উল্লাহ, ইমরান নাজির, রেজওয়ান শরীফ, মারুফ হাসান প্রান্ত (ইউল্যাব), রেজা-এ-রাব্বী জায়েদ (তিতুমীর কলেজ), এস এম ফয়জুল্লাহ, ইশতিয়াক আহমেদ শিহাব, নিজাম উদ্দিন ও জহিরুল ইসলাম।

সিনিয়র যুগ্ম সদস্য সচিব আল মাসনুন (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), যুগ্ম সদস্য সচিব সালাউদ্দিন আম্মার (রাজশাহী বিশ্ববিদ্যালয়), সাইফুল ইসলাম, সানজানা অদিতি, আজিজুল হক, কিশোর আনজিম সাম্য (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবদুল্লাহ সালেহ অয়ন, আরিফ হোসেন, মো. মাহবুব মির্জা সুমন (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), নন্দন চন্দ্র পাল, আশরাফ অনি, সায়েম রুমন, আনিকা তাহসিনা, মো. মহিউদ্দিন, সাকিবুল হাসান, ইফতি আল জাবেদ, ফেরদৌস আলম, মো. শাকিল, জাবের বিন নূর (ইউল্যাব), মাহফুজুর রহমান (ঢাকা কলেজ), মো. আব্দুর সাঈদ নাসিম।

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago