নিয়োগ নিয়ে জটিলতা কাটায় শাহবাগে প্রাথমিকের চাকরিপ্রার্থীদের উচ্ছ্বাস

আপিল বিভাগের আদেশে নিয়োগের জটিলতা দূর হওয়ায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রাথমিকের তৃতীয় ধাপে নিয়োগ প্রত্যাশীদের উল্লাস। ছবি: প্রবীর দাশ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬,৫৩১ জন সহকারী শিক্ষক নিয়োগের পথ সুগম করে আপিল বিভাগের আদেশে উল্লাস প্রকাশ করেছেন নিয়োগপ্রার্থীরা। আজ সোমবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা।

চাঁদপুরের প্রার্থী দীপঙ্কর চক্রবর্তী বলেন, 'আজকের রায় আমাদের পক্ষে এসেছে। আমাদের করা আপিল বহাল রাখা হয়েছে। এখন আমরা নিয়োগের তারিখের জন্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। আমাদের সব কষ্ট ও সংগ্রাম সার্থক হয়েছে।'

নিয়োগের দাবিতে গত ৬ ফেব্রুয়ারি থেকে ঢাকায় টানা ২২ দিন আন্দোলন করেন প্রার্থীরা। গতকাল তারা পদযাত্রাসহ নতুন করে বিক্ষোভ শুরু করেন।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ও দ্বিতীয় ধাপের প্রক্রিয়া সম্পন্ন হলেও ঢাকা ও চট্টগ্রাম বিভাগের প্রার্থীদের নিয়ে তৃতীয় ধাপের প্রক্রিয়া হাইকোর্টের আদেশে আটকে গিয়েছিল।

ছবি: প্রবীর দাশ

পুরোনো কোটা ব্যবস্থার ভিত্তিতে ৬,৫৩১ জনকে নিয়োগপত্র দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ৩১ জন প্রার্থীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই ফলাফল বাতিল করে দেন। এরপর আন্দোলন শুরু করেন চাকরিপ্রার্থীরা।

আজ আপিল বিভাগ হাইকোর্টের ওই রায় স্থগিত করে আপিল করার অনুমতি দেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী ব্যারিস্টার মুনতাসির উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, 'সুপ্রিম কোর্টের আদেশের পর যোগ্য প্রার্থীদের নিয়োগে সরকারের সামনে আর কোনো আইনি বাধা থাকল না।'

Comments

The Daily Star  | English

Bangladesh's exports stuck in EU, US orbit

Non-garment exports struggle with quality standards and logistics bottlenecks

13h ago