খুলনা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা

খুলনা শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী ভরতনাট্যম প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উদীচী শিল্পীগোষ্ঠী দৌলতপুর শাখা সংসদের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মশালায় খুলনা ও আশপাশের বিভিন্ন জেলার দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
শাস্ত্রীয় নৃত্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধারা ভরতনাট্যম শেখার সুযোগ পেয়ে নবীন ও তরুণ নৃত্যশিল্পীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই কর্মশালা চলে ১ মার্চ পর্যন্ত।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুবুর রহমান মোহন বলেন, 'শাস্ত্রীয় নৃত্যের প্রচার ও প্রসারের জন্য এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভরতনাট্যম শুধু শারীরিক নৃত্যচর্চা নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক ও নান্দনিক সাধনা।'
কর্মশালার প্রশিক্ষণার্থীরা ভরতনাট্যমের ইতিহাস, শারীরিক ভঙ্গি, মুখাভিনয়, ছন্দ ও তাল সম্পর্কেও গভীর ধারণা লাভ করেন।
অংশগ্রহণকারী এক প্রশিক্ষণার্থী সমৃদ্ধি স্বস্তি দাস বলেন, 'এই কর্মশালায় অংশ নিতে পেরে আমি আনন্দিত। ভরতনাট্যমের সূক্ষ্মতা ও সৌন্দর্য অনুধাবন করতে পেরেছি। এটা আমার নৃত্যচর্চায় দারুণ সহায়ক হবে।'
আয়োজক উদীচী শিল্পীগোষ্ঠী দৌলতপুর শাখা সংসদের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিটন বলেন, 'আমরা নৃত্যশিল্পের প্রচার ও প্রসারের জন্য ভবিষ্যতে এমন আরও কর্মশালা ও প্রশিক্ষণের আয়োজন করব, যাতে নতুন প্রজন্ম শাস্ত্রীয় নৃত্যের প্রতি আগ্রহী হয়।'
Comments