সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স পুনর্বহাল চান সচিবালয়ের কর্মচারীরা

সচিবালয়। ছবি: সংগৃহীত

সচিবালয়ের নিম্ন গ্রেডভুক্ত কর্মচারীদের (১০-২০ গ্রেড) সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স পুনর্বহালের দাবি জানিয়েছে আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলছে, কোর্স বাতিল করায় সচিবালয় কর্মচারীদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

আজ মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।

সঞ্জীবনী প্রশিক্ষণ মূলত দেশের বিভিন্ন জেলায় ডিসিদের তত্ত্বাবধানে সংক্ষিপ্তভাবে পাঁচ দিনব্যাপী পরিচালিত হতো। এতে সচিবালয়ে কর্মচারীরা বিভিন্ন গ্রুপে অংশগ্রহণ করতেন।

সংবাদ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সচিবালয়ের কর্মচারীদের জন্য ২০১৭ সাল থেকে সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স চলছিল। গত ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সমন্বয় সভায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান সঞ্জীবনী প্রশিক্ষণ বাতিল করার নির্দেশ দিয়েছেন।

আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের সমন্বয়ক মো. নজরুল ইসলাম বলেন, সঞ্জীবনী প্রশিক্ষণে বিভিন্ন জেলা সরেজমিন পরিদর্শনের মাধ্যমে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে কর্মচারীদের উদ্বুদ্ধ করা হতো। এটি কর্মচারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি করে।'

'প্রতিবছরে বরাদ্দকৃত ১০০ ভাগের এক ভাগ টাকা দিয়ে কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ আয়োজন করা হয়ে থাকে। বাকি টাকা কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণ খাতে খরচ করা হয়। এর ফলে কর্মচারীদের দেশের ভেতরে রিফ্রেশারের সুযোগও একেবারে বাতিল করা হলো, যা অগ্রহণযোগ্য এবং দুঃখজনক। অবিলম্বে এ সঞ্জীবনী প্রশিক্ষণ কোর্স চালু করার দাবি জানাচ্ছি,' যোগ করেন নজরুল।

Comments

The Daily Star  | English

Clash between CU students, locals: Section 144 imposed in Hathazari

Section 144 will remain in effect from 3:00pm today until 3:00pm tomorrow

22m ago