কুমিল্লা মেডিকেল: পঞ্চম তলার বারান্দার কিনারে পাতা শয্যা থেকে পড়ে রোগীর মৃত্যু

পঞ্চম তলার মূল ওয়ার্ডে শয্যা মেলেনি। জায়গা হয়েছিল বারান্দার কিনার ঘেঁষে পাতা বিছানায়; যার একটি অংশ ছিল অরক্ষিত। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সেখান থেকে পড়ে গিয়েই মারা গেলেন ওসমান গণি (৪৭)।
গতকাল শুক্রবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম।
পুলিশ ও মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ওসমান গণি কুমিল্লার আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। হাতের অস্ত্রোপচারের জন্য তাকে কয়েকদিন আগে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুরুতে শয্যা না পাওয়ায় পঞ্চম তলার বারান্দার মেঝেতে থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে বারান্দার কিনারে বিপজ্জনক জায়গায় পাতা একটি শয্যায় তার জায়গা হয়। ফাঁকা জায়গাটির ওই অংশে কোনো গ্রিল ছিল না।
নিহতের স্ত্রী কোহিনূর বেগমের ভাষ্য, গতকাল রাতে বিছানায় হেলান দেওয়ার চেষ্টার সময় ওই ফাঁক গলে তিনি নিচতলায় পড়ে যান। তার পতনের শব্দে উপস্থিত লোকজন নিচে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
কোহিনূর বেগমের অভিযোগ, 'হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে আমার স্বামীর মৃত্যু হয়েছে। তারা আমাদের এত বিপজ্জনক জায়গায় বিছানা দিয়েছিল যে সেখানে প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা ছিল না।'
এ বিষয়ে কথা বলার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদ পারভেজের মোবাইলে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।
ওসি মহিনুল ইসলাম বলেন, নিহতের পরিবার এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের করেনি। করলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Comments