ধর্ষণ-নারী নিপীড়নের প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

দেশব্যাপী নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল হয়েছে।
'প্রগতিশীল সমাজ' ব্যানারে আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে শাহবাগ থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে যায়। সেখানে বিক্ষোভকারীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট মহিলা ফোরাম, উদীচী শিল্পী গোষ্ঠী, নিপীড়নবিরোধী শাহবাগ, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, কেন্দ্রীয় খেলাঘরসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে ন্যায়বিচার দাবি করেন এবং সরকারের সমালোচনা করেন।
এদিন দুপুরে ধর্ষণবিরোধী মিছিলে পুলিশের হামলারও নিন্দা জানান তারা।
সমাবেশ থেকে আগামী ১৫ মার্চ আরেকটি গণসমাবেশের ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি এ কর্মসূচি ঘোষণা করে বলেন, 'দেশব্যাপী ধর্ষণ ঠেকাতে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবিতে আগামী ১৫ মার্চ সকাল ১১টায় শাহবাগে গণসমাবেশ হবে।'
সমাবেশে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাবেক সভাপতি লাকি আক্তার দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, 'গণআন্দোলন গড়ে তুলুন। প্রয়োজনে জুলাই মাসের মতো গণআন্দোলন শুরু করুন। যদি নিরাপত্তা দিতে না পারেন, তাহলে হাসিনার মতো এই সরকারকে ক্ষমতাচ্যুত করুন।'
Comments