দিনের বেলায় খাবার খাওয়ায় যুবক-বৃদ্ধদের কান ধরে উঠবস

ছবি: ভিডিও থেকে সংগৃহীত

রমজান মাসে দিনের বেলায় খাবার খাওয়ায় যুবক-বৃদ্ধদের হেনস্থা করার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজের বিরুদ্ধে।

বুধবার দুপুরে শহরের থানা সড়কে হিন্দু হোটেল নামে একটি খাবারের দোকানে লাঠি হাতে ঢুকে দুই যুবক ও দুইজন বৃদ্ধকে কান ধরে উঠবস করান তিনি।

ওই ঘটনার একটি ভিডিও চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে আব্দুল আজিজ বলেন, 'মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ। কিন্তু কিছু লোক রোজা না রেখে সামিয়ানা লাগানো দোকানে ঢুকে আহার করছে। এতে রমজানের পবিত্রতা রক্ষায় মুসলমান হিসেবে বণিক সমিতির পক্ষ থেকে আমরা সতর্কতামূলক অভিযান পরিচালনা করেছি।'

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি আমাদের নজরে এসেছে। বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এই কাজ করতে পারেন না। তার কোনো এখতিয়ার নেই এমন কাজ করার। যাদের হেনস্থা করা হয়েছে, তারা থানায় লিখিত অভিযোগ দেবেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

লক্ষ্মীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মেজবাউল হক ভূঁইয়া ডেইলি স্টারকে বলেন, 'বিষয়টি জেলা প্রশাসনের নজরে এসেছে। জেলা প্রশাসক মহোদয় ঘটনা সম্পর্কে অবগত।'

তিনি বলেন, 'যে ঘটনাটি ঘটেছে, তা করার ক্ষমতা কারও নেই। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। বিষয়টি জেলা প্রশাসন ক্ষতিয়ে দেখছে।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

15h ago