মাগুরায় ধর্ষণ: শিশুটির অবস্থা ‘অত্যন্ত সংকটাপন্ন’, আজ আরও চারবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) শিশু বিভাগের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (পিআইসিইউ) লাইফ সাপোর্টে থাকা মাগুরায় শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। আজ বৃহস্পতিবার তার আরও চারবার কার্ডিয়াক অ্যারেস্ট (আকস্মিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে যাওয়া)) হয়েছে।
আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং ও আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বার্তায় এ কথা জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো বার্তায় বলা হয়, আজ দ্বিতীয়বার কার্ডিয়াক অ্যারেস্টের পর প্রায় ৩০ মিনিট সিপিআর দিয়ে তার হৃৎস্পন্দন ফিরিয়ে আনা হয়। তার মস্তিস্ক প্রতিক্রিয়াহীন। তার গ্লাসগো কোমা স্কেল (জিসিএস) ৩।
মস্তিষ্কের আঘাতের কারণে কোনো ব্যক্তির চেতনার মাত্রা হলো জিসিএস। মানুষের স্বাভাবিক মাত্রা হলো ১৫। জিসিএস ৩ অবস্থাকে মস্তিষ্কের প্রতিক্রিয়াহীন অবস্থা বলে বিবেচনা করা হয়।
এছাড়া শিশুটির রক্তচাপ ও অক্সিজেন লেভেলও এখন অনেক কম বলে উল্লেখ করা হয়েছে প্রেস উইং থেকে পাঠানো বার্তায়।
আইএসপিআরের বার্তায় বলা হয়, শিশুটির রক্তে লবণের ভারসাম্যহীনতার কারণে ডায়ালাইসিস করা হচ্ছে। অন্যান্য জটিলতার পাশাপাশি শিশুটির রক্তচাপও নিম্নমুখী। সম্মিলিত সামরিক হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দের সমন্বয়ে গঠিত উচ্চপর্যায়ের চিকিৎসা পর্ষদ সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শিশুটির জীবন রক্ষার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
বার্তায় শিশুটির সুস্থতার জন্য বাংলাদেশ সেনাবাহিনী র পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়।
Comments