৪ দিনের সফরে আজ ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব গুতেরেস

জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ফাইল ছবি: রয়টার্স
জাতিসংঘের মহাসচিব গুতেরেস। ফাইল ছবি: রয়টার্স

রোহিঙ্গা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য চার দিনের সফরে আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশে আসছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

এটি তার দ্বিতীয় বাংলাদেশ সফর। রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সহায়তা বৃদ্ধিতে এবং এই সংকটের প্রতি বৈশ্বিক মনোযোগ ফেরাতে তার এই সফর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

তার এই সফরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন এবং আগামীকাল প্রায় এক লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন।

গতকাল এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, 'বৈশ্বিক বিভিন্ন সংকটের কারণে রোহিঙ্গা সমস্যা এখন অনেকটাই আড়ালে চলে গেছে। আমরা আশা করি, জাতিসংঘ মহাসচিব শক্তিশালী ও ইতিবাচক বার্তা দেবেন, যা রোহিঙ্গাদের দ্রুত সম্মানজনক প্রত্যাবর্তনে সহায়ক হবে।'

রোহিঙ্গাদের জন্য অব্যবাহতভাবে কমতে থাকা মানবিক সহায়তা কীভাবে বৃদ্ধি করা যায় সেই প্রচেষ্টাও চালাচ্ছে সরকার।

শফিকুল আলম বলেন, রোহিঙ্গাদের পুষ্টি চাহিদা পূরণ খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশ সরকার নিশ্চিত করতে চাইছে যে, এখানে যেন কোনো ঘাটতি না থাকে।

তিনি উল্লেখ করেন, এর জন্য আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন। কেননা, প্রতিমাসে রোহিঙ্গাদের পুষ্টি চাহিদা পূরণের জন্য প্রায় ১৫ মিলিয়ন ডলার প্রয়োজন।

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলমান আছে বলেও জানান তিনি।

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। ওইদিন বিকেলে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গেও বৈঠক করবেন গুতেরেস।

রোববার সফর শেষ করে বাংলাদেশ থেকে ফিরে যাবেন গুতেরেস।

Comments

The Daily Star  | English

Polytechnic students issue 48-hr ultimatum over six-point demand

Threaten a long march to Dhaka if govt doesn't respond to demands

23m ago