‘ধর্ষণ’ নিয়ে বক্তব্যে ডিএমপি কমিশনারের দুঃখ প্রকাশ

শেখ মো. সাজ্জাত আলী। ফাইল ছবি

গণমাধ্যমের খবরে 'ধর্ষণ' শব্দ এড়িয়ে চলার বিষয়ে বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএম‌পি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

আজ এক আনুষ্ঠানিক বিবৃতিতে ডিএমপি কমিশনার বলেন, 'নারী ও শিশু নির্যাতন নিয়ে আলোচনার সময়, আমি ধর্ষণের কথা বৃহত্তর নির্যাতনের অংশ হিসেবে উল্লেখ করেছিলাম।'

ডিএমপির উপ-কমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা এই বিবৃতিতে আরও বলা হয়, 'আমার বক্তব্যে কেউ যদি আঘাত পেয়ে থাকেন, তবে আমি আন্তরিকভাবে দুঃখিত।'

গত শনিবার ঢাকায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে 'হেল্প' অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, 'আমি দুটো শব্দ খুব অপছন্দ করি, এর মধ্যে একটি হলো ধর্ষণ। আপনাদের কাছে অনুরোধ, এটা ব্যবহার করবেন না। আপনারা "নারী নির্যাতন" বা "নিপীড়ন" বলবেন। আমাদের আইনেও নারী ও শিশু নির্যাতন বলা হয়েছে। যে শব্দগুলো শুনতে খারাপ লাগে, সেগুলো আমরা না বলি।'

তার এই বক্তব্য নিয়ে আপত্তি জানায় নাগরিক সমাজ। দেশে অব্যাহত ধর্ষণের ঘটনার প্রতিবাদে গতকাল মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানববন্ধন থেকে ডিএমপি কমিশনারকে তার বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

এর পর ডিএমপি কমিশনারের মন্তব্যের নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে বিবৃতি দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, ধর্ষণ মানে ধর্ষণ, তা ৮ বছরের শিশুর বিরুদ্ধে হোক বা ৮০ বছরের বৃদ্ধার বিরুদ্ধে। এমন ভয়াবহ অপরাধকে তার যথাযথ নামেই ডাকতে হবে।

Comments

The Daily Star  | English
Tarique Rahman warns against return of fascist forces

Tarique Rahman urges first-time voters to back BNP

'Let the first vote of the youth be for the sheaf of paddy,' he says

8m ago