মিয়ানমারে স্ক্যাম সেন্টারে বন্দি ১৮ বাংলাদেশি ফিরছেন রাতে

থাইল্যান্ডে পাচার ও পরবর্তীতে মিয়ানমারে স্ক্যাম সেন্টারে বন্দি ১৮ বাংলাদেশি আজ মঙ্গলবার রাতে দেশে ফিরছেন।
তাদের বহনকারী থাই এয়ারওয়েজের একটি উড়োজাহাজে রাত ১২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।
ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারের ব্যবস্থাপক আল-আমিন নয়ন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
ওই বাংলাদেশিরা হলেন—ওমর ফারুক, রাশেদুল ইসলাম রিফাত, আলিফ ইমরান, মোহাম্মদ রায়হান সুবহান, এস কে আরমান, পাভেল চৌধুরী, মনির হোসেন, ইসমাইল হোসেন, নাজিম উদ্দিন, জহির উদ্দিন, তানভীর আহাম্মেদ রাফি, তাইনুর খলিলুল্লাহ, সায়মন হোসেন আবির, উজ্জ্বল হোসেন, মেহেদী হাসান শান্ত, মোহাম্মদ কায়সার হোসেন, শাহ আলম ও আকাশ আলী।
আল-আমিন নয়ন জানান, বাংলাদেশি এই নাগরিকেরা মিয়ানমারের ভয়ঙ্কর স্ক্যাম সেন্টারে বন্দি জীবন কাটিয়েছেন। চাকরি ও ভালো ভবিষ্যতের প্রলোভনে ফেলে মানবপাচারকারীরা তাদের প্রথমে থাইল্যান্ডে নিয়ে যায়, এরপর মিয়ানমারের স্ক্যাম সেন্টারে বিক্রি করে দেয়। সেখানে তাদের দিয়ে জোরপূর্বক সাইবার অপরাধমূলক কাজে বাধ্য করা হতো, আর প্রতিদিন তারা বেঁচে থাকার জন্য লড়াই করতেন।
তিনি জানান, ভুক্তভোগীদের পরিবার, ব্র্যাক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরলস কূটনৈতিক প্রচেষ্টায় দুঃসহ বন্দিদশা থেকে তাদের মুক্তি মিলেছে।
Comments