বিমসটেক শীর্ষ সম্মেলন

ইউনূস-মোদি বৈঠকের জন্য দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা

ড. ইউনুস (ডানে) ও নরেন্দ্র মোদি (বাঁয়ে)। কোলাজ ছবি: সংগৃহীত
ড. ইউনুস (ডানে) ও নরেন্দ্র মোদি (বাঁয়ে)। কোলাজ ছবি: সংগৃহীত

এপ্রিলের প্রথম সপ্তাহে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক আয়োজনের উদ্দেশ্যে নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা।

গতকাল বৃহস্পতিবার ভারতের সংবাদমাধ্যম এএনআই এই তথ্য জানিয়েছে।

ষষ্ঠ বিমসটেক সম্মেলনে যোগ দিতে দুই নেতার ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল ব্যাংকক সফর করার কথা রয়েছে।

এএনআইকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, 'বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে আমাদের দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের চেষ্টা চলছে। এ নিয়ে আমরা ভারতের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ করেছি।'

অপরদিকে, ২৮ মার্চ চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের সঙ্গে দেখা করার কথা রয়েছে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের।

এর আগে, ফেব্রুয়ারিতে ওমানের রাজধানী মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে  ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উপদেষ্টা তৌহিদের বৈঠক হয়।

ওই বৈঠকের বিষয়ে জয়শঙ্কর জানান, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক এবং বঙ্গোপসাগর অঞ্চলে বহুখাতীয়, কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) নিয়েই মূলত আলোচনা হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া বার্তায় জয়শঙ্কর উল্লেখ করেন, 'বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে দেখা হয়েছে। আমাদের আলোচনার মূল বিষয়বস্তু ছিল দ্বিপাক্ষিক সম্পর্ক ও বিমসটেক।'

বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, দুই নেতা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে মতবিনিময় করেন।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis' funeral

The chief adviser is visiting the Vatican to attend Pope Francis' funeral

5h ago