বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের আংশিক কমিটি

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনের (বিপিএ) আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

গতকাল রোববার এক জরুরি সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংগঠনটির দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ১০টায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের কনফারেন্স রুম-১ এ বিপিএর আহ্বায়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্যসচিব ডা. বেলায়েত হোসেন ঢালীর উপস্থিতিতে বিপিএর জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. আবদুর রউফের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিএর সাবেক নির্বাচিত সভাপতি অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজের অধ্যক্ষ ও বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী, কক্সবাজার মেডিকেল কলেজ শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুল আলম, বিপিএ পদসৃজন ও পদোন্নতি কমিটির প্রধান সমন্বয়কারী ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী, বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. দেওয়ান নিজামুদ্দিন হেলাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আইনুল ইসলাম খাঁন, বিপিএ পদসৃজন ও পদোন্নতি কমিটির সমন্বয়কারী ডা. শফিকুল ইসলাম ও ডা. মোহাম্মদ মনির হোসেন, বিপিএ আহ্বায়ক কমিটির সদস্য ডা. এমএস খালেদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. এএসএম মাহমুদুজ্জামান, অধ্যাপক আমজাদ হোসেন, অধ্যাপক খয়বর আলী, সহযোগী অধ্যাপক ডা. রকিবুল ইসলাম খান, বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ফোরামের মোহাম্মদ নেয়ামত হোসেন, ডা. মো. মনির হোসেন (এনআইএনএস), ডা. মাহমুদুল হাসান, ডা. মুশতাব শীরা মৌ, ডা. মশিউর রহমান এবং ডা. মাসুমা আক্তার প্রমুখ।

'বাংলাদেশে শিশুস্বাস্থ্য খাতে চিকিৎসকদের সংকট ও নিরসনের উপায় নিয়ে দীর্ঘ আলোচনার পর জরুরি সাধারণ সভায় উপস্থিত সারাদেশ থেকে আগত উপস্থিত বিপিএর আজীবন ও সাধারণ সদস্যদের সর্বসম্মতিক্রমে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে বিপিএর আহ্বায়ক অধ্যাপক ডা. মেজবাহ উদ্দিন আহমেদ বিপিএর নতুন কমিটি (আংশিক) ঘোষণা করেন এবং উপস্থিত সদস্যরা হাত তুলে ওই ঘোষিত কমিটির প্রতি পূর্ণ সমর্থন জানান', বলা হয় বিজ্ঞপ্তিতে ।

নতুন কমিটির সভাপতি হয়েছেন সংগঠনটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আব্দুল হান্নান। একইসঙ্গে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী মহাসচিব এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মোস্তাফিজুর রহমানকে কোষাধ্যক্ষ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই কমিটি ঈদুল ফিতরের পর সরকারি ও বেসরকারি হাসপাতালের শিশু বিশেষজ্ঞদের নিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে। পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন না হওয়া পর্যন্ত আগামী দুই বছর তারা দায়িত্ব পালন করিবে।

Comments

The Daily Star  | English

Eliminate gender disparities in laws

The Women’s Affairs Reforms Commission has proposed a series of comprehensive reforms to eliminate all forms of discrimination against women embedded in the country’s laws, constitution, policies, and institutions.

8h ago