লালমনিরহাট সীমান্তে বাংলাদেশি কৃষককে ভারতীয়দের মারধর, পতাকা বৈঠকে প্রতিবাদ

ছবি: সংগৃহীত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় মাদব চন্দ্র বর্মণ (৩৮) নামে এক কৃষককে ভারতীয় নাগরিকরা মারধর করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, জেলার স্বীকৃতিহীন আন্তসীমান্তীয় মালদাহা নদীতে মাছ ধরা নিয়ে এর সূত্রপাত হয়।

আজ শনিবার সকালে উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের দুলালী এলাকায় ৯১৯ নম্বর সীমান্ত পিলারের কাছে মাদব হামলার শিকার হন।

মাধব ওই এলাকার মৃত মদন মোহন বর্মণের ছেলে। কৃষি কাজের পাশাপাশি তিনি নদীতে মাছ ধরেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, 'মালদাহা নদীতে বাংলাদেশ ও ভারত—উভয় দেশের নাগরিক মাছ ধরেন। এদিন ভারতীয় জেলেরা লোহাকুচির বাসিন্দাদের পেতে রাখা টেপরাই (বাঁশ দিয়ে তৈরি মাছ ধরার বিশেষ ফাঁদ) তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা মাধবকে মারধর করেন।'

প্রত্যক্ষদর্শীরা জানান, এই ঘটনার পর ওই সীমান্তের উভয় পাশে গ্রামবাসীরা জড়ো হন এবং উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

পরবর্তীতে বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি ইমাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'মালদাহা নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে বাংলাদেশি কৃষক মাদব চন্দ্র ও ভারতীয় নাগরিকদের মধ্যে বাগবিতণ্ডা ও উত্তজনার সৃষ্টি হয়েছিল।'

'পরিস্থিতি নিয়ন্ত্রণের পর পতাকা বৈঠকে বিএসএফকে প্রতিবাদ জানানো হয়েছে,' বলেন তিনি।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

13h ago