কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে ভারতীয় নিহত

সকাল ১০টার দিকে বিএসএফ সদস্যরা এসে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডল সীমান্তে এ ঘটনা ঘটে।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন। 

নিহত ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার বাসিন্দা জাহানুর আলম (২৪) চোরাকারবারি ছিলেন বলে বিজিবি জানিয়েছে।

এ ঘটনার পর সীমান্তে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজিবি ও স্থানীয়রা জানায়, ভোরে ভারতীয় চোরাকারবারিদের একটি দল সীমান্ত দিয়ে মাদক পাচারের চেষ্টা করছিলেন। এ সময় ভারতের ভারবান্দা গিদালদহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে রাবার বুলেট ছোড়ে। এতে ভারতীয় নাগরিক জাহানুর গুলিবিদ্ধ হয়ে জলাশয়ে পড়ে মারা যান।

গোলাগুলির শব্দে পুরো সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী ইমাম সীমান্ত এলাকা পরিদর্শন করেন। 

পরে পতাকা বৈঠকের পর সকাল ১০টার দিকে বিএসএফ মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

লে. কর্নেল মেহেদী ইমাম বলেন, 'এটা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এর সঙ্গে বাংলাদেশ বা বিজিবির কোনো সম্পৃক্ততা নেই। এরপরও সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে আছে।'
 

Comments

The Daily Star  | English

Ishraque calls for immediate resignation of Asif Mahmud, Mahfuj Alam

He announced the sit-in protest would continue until demands were met

6m ago