মার্চ ফর গাজা

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধের দাবিতে 'মার্চ ফর গাজা' কর্মসূচিতে যোগ দিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে শুরু করেছেন বিপুল সংখ্যক মানুষ।
আজ শনিবার বিকেল ৩টা থেকে মূল কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানের সব গেট দিয়ে শত শত মানুষ সমাবেশ স্থলে আসতে শুরু করেন।

গাজায় চলমান ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি বিশ্বব্যাপী সংহতি জোরদারের লক্ষ্যে এই 'মার্চ ফর গাজা' কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আজ মাগরিবের নামাজ পর্যন্ত সমাবেশ হওয়ার কথা রয়েছে।
Comments