দেশে স্পেসএক্স স্যাটেলাইট সেবা চালু হচ্ছে মে মাসেই

কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাত করেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট সেবা চালুর টেকনিক্যাল লঞ্চ মে মাসেই হবে।

আজ বুধবার উপসাগরীয় দেশ কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে এমন তথ্য জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফর গ্লোবাল ইনগেজমেন্ট লরেন ড্রেয়ার।

স্পেসএক্সের এই শীর্ষ কর্মকর্তা বলেন, 'আমরা প্রায় শেষ ধাপে আছি এবং মে মাসেই টেকনিক্যাল লঞ্চের জন্য টিমকে প্রস্তুত থাকতে বলেছি।'

'এই উদ্যোগটি খুবই সুন্দরভাবে এগোচ্ছে,' বলেন ড্রেয়ার। এসময় ড. ইউনূস বলেন, 'এটা বাংলাদেশে জন্য বড় খবর। মানুষ দিন গুনছেন। যখন লঞ্চ হবে, তখন এটার উদযাপন হওয়া উচিত।'

প্রাথমিকভাবে কারিগরি প্রক্রিয়া শুরু হবে, এরপর পুরোদমে কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর।

এতে অনলাইনভিত্তিক জনপ্রিয় অর্থ লেনদেন (পেমেন্ট) ব্যবস্থা পেপ্যাল ব্যবহারের সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে। পেপ্যাল ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মার্কিন ধনকুবের ইলন মাস্ক।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ও এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মোরশেদ।

Comments

The Daily Star  | English

JnU students vow to stay on streets until demands met

Jagannath University (JnU) students tonight declared that they would not leave the streets until their three-point demand is fulfilled

8h ago