বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে দুবাইয়ে এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী

ছবি: সংগৃহীত

দুবাইয়ে শুরু হয়েছে এক মাসব্যাপী চিত্র প্রদর্শনী 'ওরা এগারো জন'। বাংলাদেশ আর্ট উইকের উদ্যোগে এই আয়োজনে অংশ নিয়েছেন ১১ জন বাংলাদেশী শিল্পী, যারা বাংলাদেশের শিল্পকর্ম বিশ্ব দরবারে তুলে ধরবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গত ২৬ এপ্রিল বাংলাদেশ আর্ট উইক দুবাইয়ে মেটা গ্যারেজ ও মেটা ময়নার সহযোগিতায় মাসব্যাপী এই প্রদর্শনীটির আয়োজন করে৷ আয়োজনের প্রথম দিনে অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন অ্যালায়েন্স ফ্রানসাইজ অব দুবাইয়ের ডিরেক্টর সেইড নোরিন।

'ওরা এগারো জন' শীর্ষক এই প্রদর্শনীর কিউরেটর হিসেবে আছেন নীহারিকা মমতাজ। এছাড়া এই আয়োজনের সহ-কিউরেটর হিসেবে রয়েছেন ভেনাস হোসেন। বাংলাদেশের শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরাই এই আয়োজনের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকরা। প্রদর্শনীতে থাকা ২৪টি ছবির মধ্যে ১২টিতে অগমেন্টেড রিয়েলিটির প্রয়োগ করা হয়েছে। এছাড়া প্রদর্শনীর প্রথম দিনে ১২টি এনএফটি চালু করা হয়েছে।

আয়োজনের প্রথম দিনে বাংলাদেশি এবং বিদেশি দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে উৎসবস্থল। বিদেশি দর্শনার্থীরা বাংলাদেশি সাংস্কৃতিক কর্মগুলো ঘুরে ঘুরে দেখেন এবং এদেশের সমৃদ্ধ শিল্পকর্ম দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। এছাড়া প্রদর্শনীতে আসা বাংলাদেশি দর্শনার্থীদের মাঝে ছিল একটি বাড়তি আমেজ। বিদেশের মাটিতে বসে দেশের শিল্পকর্ম দেখার সুযোগ করে দেওয়ায় আয়োজকদের ধন্যবাদ জানান তারা।

বাংলাদেশ আর্ট উইকের প্রতিষ্ঠাতা এবং প্রদর্শনীটির কিউরেটর নীহারিকা মমতাজ বলেন, 'আমার সবসময় স্বপ্ন ছিল বাংলাদেশি শিল্পকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরব। সেই আগ্রহ থেকেই এমন একটি প্রদর্শনী আয়োজনের উদ্যোগ নিয়েছি। প্রদর্শনীটি আয়োজন করতে গিয়ে সবার কাছ থেকে খুব ভালো সাড়া পেয়েছি৷ এটি আমার কাছে নিঃসন্দেহে একটি বড় অর্জন। বাংলাদেশি শিল্পকর্মকে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ আমার কাছে অত্যন্ত আনন্দের।'

বাংলাদেশ আর্ট উইকের কো-ফাউন্ডার মোহাম্মদ মহসিন বলেন, 'আমাদের এই ধরনের প্রদর্শনী আয়োজনের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশি শিল্পকর্মকে বিশ্ব দরবারে তুলে ধরা। দুবাইয়ে আয়োজিত এই প্রদর্শনীতে মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখে আমরা খুবই আনন্দিত। আগামীতেও আমরা এই ধরনের প্রদর্শনী আয়োজন করতে চাই।'

এই প্রদর্শনীতে অংশগ্রহণকারী ১১ জন শিল্পী হলেন—অর্পিতা সিং রূপা, আজিজি ফাওমী খান, বুবলি বর্ণা, ফারাহ নাজ মুন, ফারজানা আহমেদ উর্মি, ফারজানা রহমান ববি, হাসুরা আকতার রুমকি, মাহমুদা সিদ্দিকা, মনিদীপা দাস গুপ্ত, মনন মুনতাকা ও তামান্না লিজা।

Comments

The Daily Star  | English

From subsistence to commercial farming

From the north-western bordering district Panchagarh to the southern coastal district Patuakhali, farmers grow multiple crops to sell at markets

1h ago