জড়িতরা যদি শাস্তির আওতায় না আসে, ‘আমি চলে যাব’: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগে সহায়তাকারীদের শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।
জড়িতদের কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'অবশ্যই একটা ব্যবস্থা নেওয়া হবে, এতে কোনো অবস্থায় ছাড় দেওয়া যাবে না। যে ঘটনাটা ঘটেছে, এতে যারা যারা জড়িত, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।'
গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'তারা যদি শাস্তির আওতায় না আসে, সেই সময় আমি চলে যাব।'
এর আগে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
এদিন দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'আমাদের বর্ডার সম্পূর্ণ সিকিউরড। এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই। তারা (কৃষক) ভালোভাবে ধান কাটতে পারবেন।'
Comments