আবদুল হামিদের দেশত্যাগ তদন্তে শিক্ষা উপদেষ্টাকে প্রধান করে উচ্চপর্যায়ের কমিটি

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছবি: বাসস

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনা তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।

আজ রোববার অন্তর্বর্তী সরকার এই কমিটি গঠন করে বলে প্রেস উইংয়ের দেওয়া বার্তায় জানানো হয়েছে।

কমিটির সভাপতি শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। আর সদস্য হিসেবে আছেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং নৌ-পরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

এই কমিটি কিছু বিষয় পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে। বিষয়গুলো হলো—

ক. গত ৭ মে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে কীভাবে বিদেশ গমন করেছেন।

খ. এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর দায়িত্বের ক্ষেত্রে কোনো প্রকার ব্যত্যয় ও গাফিলতির ঘটনা ঘটেছে কি না।

গ. এক্ষেত্রে কারা কোন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন তা নির্ধারণ করা এবং সেক্ষেত্রে কী ব্যবস্থা গ্রহণ করা যায় সে সম্পর্কে সুপারিশ পেশ করা।

এই কাজ সম্পন্ন করতে কমিটি প্রয়োজনীয় সব দলিলপত্র, যন্ত্রপাতি, সাক্ষ্য-প্রমাণ চাইতে পারবে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎ নিতে পারবে। সেক্ষেত্রে সব সংস্থা কমিটি প্রদত্ত নির্দেশাবলী পালন করবে এবং প্রয়োজনীয় সহায়তা দিতে বাধ্য থাকবে। কমিটি ইচ্ছা করলে সদস্য কো-অপ্ট করতে পারবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা দিবে।

উল্লেখ্য, গত ৭ মে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে থাইল্যান্ড যান আবদুল হামিদ।

Comments

The Daily Star  | English
tarique rahman warns against mob justice

BNP, allies to contest polls unitedly

BNP and its like-minded partners, which joined the simultaneous anti-fascist movement, will take part in the February election as an alliance.

25m ago