স্পারসোতে ‘রিমোট সেন্সিং ব্যবহার করে ভূ-পৃষ্ঠ মনিটরিং’ বিষয়ক সেমিনার

স্পারসো সেমিনার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) 'প্রোগ্রেস ইন আর্থ সারফেস মনিটরিং ইউটিলাইজিং রিমোট সেন্সিং টেকনিকস: বাংলাদেশ পার্সপেক্টিভ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

'স্পারসোর সক্ষমতা বৃদ্ধি' প্রকল্পের আওতায় গত সোমবার আয়োজিত এ সেমিনার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন স্পারসো চেয়ারম্যান অতিরিক্ত সচিব মো. রাশিদুল ইসলাম।

স্পারসো সদস্য জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে দিনব্যাপী এ সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফজলুর রহমান।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. শহীদুল ইসলাম 'অ্যাপ্লিকেশন অব জিআইএস অ্যান্ড রিমোট সেন্সিং ইন ইন্টিগ্রেটেড কোস্টাল জোন ম্যানেজমেন্ট: বাংলাদেশ কনটেক্সট' শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

বুয়েট অধ্যাপক একেএম সাইফুল ইসলাম 'রিমোট সেন্সিং অ্যাপ্লিকেশন ফর ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট' শীর্ষক আরও একটি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। 

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথিতযশা অধ্যাপক, বিজ্ঞানী এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়-সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

Divisions widen over July Charter’s status, implementation

Major political parties are divided over the July Charter’s implementation timeline

10h ago