প্রেসক্লাবের সামনে চাকরিচ্যুত সেনাসদস্যদের বিক্ষোভ

পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা এই বিক্ষোভে যোগ দেন। ছবি: এমরান হোসেন/স্টার

বিগত আওয়ামী লীগ সরকারের সময় সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত সদস্যরা চাকরিতে পুনর্বহালসহ অন্যান্য দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার সকাল ১১টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে চাকরিচ্যুত সেনাসদস্যরা এই বিক্ষোভে যোগ দিতে জড়ো হন।

পরে তারা জাহাঙ্গীর গেটের দিকে অগ্রসর হওয়ার পরিকল্পনা করলেও পুলিশ তাদের বাধা দেয়।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিক্ষোভকারীরা জানান, বিগত সরকারের আমলে তাদের অন্যায়ভাবে চাকরিচ্যুত ও বঞ্চিত করা হয়েছে।

নিরাপত্তার জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন করা হয়েছে।

দুপুর ২টার দিকে দ্য ডেইলি স্টারের সঙ্গে আলাপকালে শাহবাগ থানার উপ-পরিদর্শক তৌকির আহমেদ বলেন, 'প্রেসক্লাবের সামনে এখনো বিক্ষোভ চলছে।'

Comments

The Daily Star  | English

How is the economy doing?

The silver lining is that the economy isn’t falling apart

1h ago