এখন কারও দ্বৈত এনআইডি নেই, ডেটাবেজ সম্পূর্ণ নিরাপদ: এনআইডি ডিজি

আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিং করেন এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। ছবি: স্টার

বর্তমানে আর কোনো নাগরিকের দ্বৈত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই। দুটি এনইডি কার্ড আছে এমন শনাক্ত হওয়া ৫৮৬ জনের প্রথম এনআইডি বহাল রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এনআইডি উইংয়ের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর এই তথ্য জানান।

ডিজি বলেন, 'আমরা সর্বশেষ ৫৮৬ জন ব্যক্তিকে শনাক্ত করেছিলাম যাদের দুটি এনআইডি ছিল। তাদের উভয় এনআইডি লক করা হয়েছিল, ফলে তারা কোনো নাগরিক সেবা নিতে পারছিলেন না। এখন তাদের প্রথম এনআইডিটি সচল করা হয়েছে এবং দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। ফলে তারা এখন নাগরিক সেবা পাবেন।'

তিনি জানান, চলতি মাসের প্রথম সপ্তাহে দ্বৈত এনআইডিধারীদের বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেয় এবং দুই সপ্তাহের মধ্যেই এই সমস্যার সমাধান করা হয়েছে।

হুমায়ুন কবীর আরও বলেন, 'একই ব্যক্তির দুটি এনআইডি অথবা ভোটার তালিকায় দুটি তথ্য থাকার পরিপ্রেক্ষিতে ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রথমটি রেখে দ্বিতীয়টি বাতিল করা হয়েছে। এই মুহূর্তে আমাদের জানামতে আর কারও দুটি এনআইডি নেই। যদি ভবিষ্যতে এমন কোনো ঘটনা শনাক্ত হয়, তবে একই নিয়ম অনুসরণ করা হবে।'

সাড়ে ১২ কোটিরও বেশি নাগরিকের তথ্য ইসির এনআইডি ডেটাবেজে সংরক্ষিত আছে। অতীতে এই ডেটাবেজ থেকে তথ্য ফাঁসের ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে তথ্য ফাঁসের ঝুঁকি কমাতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এনআইডি ডিজি।

এনআইডি ডেটাসেন্টারের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, 'আমাদের ডেটাসেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চালু থাকে, তাই নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য মাঝে মাঝে এটি বন্ধ করে আবার চালু করা হয়। যেমন, গত শনিবারও আমরা চার ঘণ্টার জন্য বন্ধ রেখেছিলাম, এরপর আবার চালু করেছি। এটি নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ ছিল।'

ডিজি জানান, ডেটাসেন্টারের নিজস্ব জনবল নিয়মিতভাবে এটি 'চেক' করে দেখেছে এবং কোনো সুবিধা-অসুবিধা বা আপডেটের প্রয়োজন আছে কিনা সেটা দেখেছে।

তিনি জোর দিয়ে বলেন, 'আমাদের অবস্থান থেকে যতগুলো নিরাপত্তামূলক পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সেই ব্যবস্থাগুলো নিয়েছি। এখন আমাদের ডেটাসেন্টার সম্পূর্ণ নিরাপদ। এই মুহূর্তে ডেটাসেন্টার নিয়ে কোনো ধরনের চ্যালেঞ্জ নেই। তবে এটি যেহেতু ডেটাসেন্টার, তাই কোনোভাবেই যেন ডেটা ফাঁস না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য দৈনিক কার্যক্রম চলমান রয়েছে।'

ভবিষ্যতেও তথ্যভাণ্ডারকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Comments

The Daily Star  | English

Gazipur Police Commissioner Nazmul Karim withdrawn

He was withdrawn in the face of a controversy over closing one lane of a highway while travelling from Dhaka to his workplace

1h ago