মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে আরও ১৯ জনকে ‘পুশ ইন’ করেছে ভারত

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সীমান্ত দিয়ে আবারও অবৈধভাবে নারী ও শিশুসহ ১৯ জনকে বাংলাদেশে 'পুশ ইন' করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
সোমবার দিবাগত রাতে খাগড়াছড়ির জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার তাইন্দং সীমান্ত পেরিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন।
সূত্র জানিয়েছে, তারা সবাই বাংলা ভাষাভাষীর মানুষ। বাংলাদেশে প্রবেশের পর মাটিরাঙ্গার তাইন্দং ইউনিয়নের কৃষ্ণদয়াল পাড়ায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করেন।
পরে কৃষ্ণদয়ালপাড়া বিওপিতে জানালে বিজিবি সদস্যরা তাদের হেফাজতে নেন। বর্তমানে তাদের বিজিবির তত্ত্বাবধানে আচালং ডিপিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে, জানিয়েছে সূত্র।
ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, 'তাদের পরিচয় যাচাই-বাছাই চলছে।'
Comments