ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলা, চাঁদনী চকের ৩ দোকানদার গ্রেপ্তার

ছবি: স্টার

নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রদের ওপর হামলার ঘটনায় নিউ মার্কেট এলাকার চাঁদনী চক মার্কেটের তিন দোকানদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তারিক লতিফ দ্য ডেইলি স্টারকে জানান, ভুক্তভোগীদের একজনের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় হত্যা চেষ্টা, অপহরণ, ছিনতাইসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মার্কেটের নিচতলার 'চাঁদনী ম্যাচিং' নামে একটি দোকানে এ ঘটনা ঘটে।

নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী কেনাকাটা করতে যান। দর কষাকষি শেষে তিনি না কিনে চলে যাচ্ছিলেন। এ সময় কয়েকজন দোকানদার তাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করেন। ওই ছাত্রীর বন্ধুরা এর প্রতিবাদ করলে একদল দোকানদার তাদের ওপর চড়াও হন।

এজাহারে এক ভুক্তভোগী উল্লেখ করেন, দোকান মালিকের নির্দেশে আসামি নজরুল ইসলাম মিলন ও চান্নু তাদেরকে হত্যার উদ্দেশ্যে লোহার রড দিয়ে মাথায় আঘাত করে। এ ছাড়া কাঠের লাঠি দিয়ে তাদেরকে মারধর করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পর ভুক্তভোগীদের একজন মোহাম্মদ শাহেদুল দ্য ডেইলি স্টারকে বলেন, তাকে চাঁদনী চক মার্কেটের দ্বিতীয় তলার একটি আলাদা কক্ষে নিয়ে যাওয়া হয়। তিনি বলেন, 'সেখানে আমাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং হত্যার হুমকি দেওয়া হয়।'

সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, চাঁদনী চক মার্কেটের পাঁচ জনের নাম উল্লেখ করা দোকানদারসহ আরও ৫০-৬০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নাম উল্লেখ করা পাঁচ আসামির মধ্যে তিনজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, হামলায় দুজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন এবং ১০ থেকে ১৫ জন সামান্য আহত হয়েছেন।

Comments

The Daily Star  | English

Iran strikes back at Israel with missiles over Jerusalem, Tel Aviv

Iran's Supreme Leader accuses Israel of initiating war, vows painful revenge

3h ago