সুপ্রিম কোর্ট, প্রধান বিচারপতির বাসভবনের সামনে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা

ডিএমপি

প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, সুপ্রিম কোর্টের প্রধান গেটসহ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করেছে  ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

আজ বৃহস্পতিকার ডিএমপি এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করে।

এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর প্রবেশ গেট, বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করা হলো।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা ওই গণবিজ্ঞপ্তিতে বিভিন্ন দাবি-দাওয়া আদায় ও প্রতিবাদ কর্মসূচির নামে যখন-তখন সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন না ঘটানোর জন্য সবাইকে অনুরোধ করা হয়।

 

Comments

The Daily Star  | English

No real relief for the poor

As prices soar, poor and middle-class struggle with rising cost of living

13h ago