ভারতে উড়োজাহাজ দুর্ঘটনায় মোদিকে ড. ইউনূসের শোকবার্তা

প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত
প্রধান উপদেষ্টা ড. ইউনূস। ফাইল ছবি: সংগৃহীত

ভারতের আহমেদাবাদে উড়োজাহাজ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

তিনি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো শোকবার্তায় লিখেছেন, 'আহমেদাবাদে যাত্রীবাহী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার উড়োজাহাজ দুর্ঘটনার মর্মান্তিক সংবাদে আমি গভীরভাবে শোকাহত। এই মর্মান্তিক ঘটনায় যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই।'

অধ্যাপক ইউনূস বলেন, 'এই দুঃসময়ে, আমাদের চিন্তা ও প্রার্থনায় রয়েছেন দুর্ঘটনার শিকার ব্যক্তি ও তাদের প্রিয়জনরা। আমরা ভারতের জনগণ এবং সরকারের পাশে আছি। প্রয়োজনে সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছি।'

উল্লেখ্য, দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি এয়ার ইন্ডিয়ার একটি আন্তর্জাতিক ফ্লাইট ছিল। উড়োজাহাজটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। গুজরাট থেকে লন্ডনগামী এই উড়োজাহাজ দুর্ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে।

Comments

The Daily Star  | English

Govt moves to clear Rooppur dues to Russia after US waiver

Central bank seeks nod from Washington after Russia's reply

10h ago