মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলায় আলী জাহান এগ্রো

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে শুরু হওয়া মাসব্যাপী বৃক্ষমেলায় বৈচিত্র্য নিয়ে হাজির হয়েছে ক্রিডেন্স গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আলী জাহান এগ্রো।

শেরেবাংলা নগর পুরোনো আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের আয়োজনে গত ২৫ জুন শুরু হওয়া এই বৃক্ষমেলা আগামী ২৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

এবারের বৃক্ষমেলার প্রতিপাদ্য 'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি'।

জাতীয় বৃক্ষমেলায় এবার ১১২টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। যার মধ্যে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষ ও উদ্ভিদ উৎপাদনকারী নার্সারির সংখ্যা ৯২টি; বাকি ২০টি স্টল সরকরি-বেসরকারি পর্যায়ের পরিবেশ-উন্নয়ন বিষয়ক।

নান্দনিক ও বৈচিত্র্যপূর্ণ নার্সারিগুলোতে প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে নানা জাতের বৈচিত্র্যপূর্ণ ফলজ, বনজ ও ফুলের গাছসহ বিভিন্ন প্রজাতির উদ্ভিদ।

মাসব্যাপী এই বৃক্ষমেলায় ৯৩ নম্বর স্টলে আলী জাহান এগ্রোতে পাওয়া যাচ্ছে নানা ধরনের বৈচিত্র্যপূর্ণ বৃক্ষের চারা। প্রতিদিনই স্টলটিতে থাকছে বৃক্ষপ্রেমী ক্রেতা ও দর্শক সাধারণের উপচেপড়া ভিড়। ক্রেতাদের আগ্রহ বিভিন্ন জাতের ল্যান্ডস্কেপিং গাছ।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রিডেন্স গ্রুপ শুরু থেকেই নগরীতে সবুজায়নের ব্যাপক বিস্তারে পরিবেশ আন্দোলনের পক্ষে বিস্তৃতভাবে কাজ করে যাচ্ছে।

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago