আমার নিয়োগকর্তা যেতে বললে অবশ্যই চলে যাব: শিক্ষা উপদেষ্টা

সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। ছবি: ভিডিও থেকে নেওয়া।

ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার পর কাজে ব্যত্যয় হয়নি জানিয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন, 'আমার নিয়োগকর্তা আছেন, তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব।'

আজ বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, 'কোনো রকমের অব্যবস্থাপনা এখানে হয়নি।'

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'শিক্ষা সচিবকে উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্তে অপসারণ করা হয়েছে। এই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। কেন তাকে অপসারণ করা হয়েছে এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না।'

'আমরা পদত্যাগ চাওয়া হয়েছে। তবে আমার নিজ থেকে পদত্যাগের কোনো অভিপ্রায় নেই। কারণ আমার কাজে কোনো ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। তবে আমার নিয়োগকর্তা আছেন, তারাও যদি মনে করেন এখানে ব্যত্যয় ঘটেছিল, তাহলে আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। আমার এখানে আঁকড়ে ধরার কিছু নেই। আমার নিজেকে জাস্টিফাই করার কোনো কিছু নেই,' বলেন শিক্ষা উপদেষ্টা।

এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে শিক্ষা উপদেষ্টা বলেন, এই ধরনের সিদ্ধান্ত হুট করে নেওয়া মোটেও সঠিক না। যে ধরনের প্লান করতে হয়, রোলব্যাক করতে হলেও সময় লাগে এবং যথাযথভাবে হয়েছে। এটা যদি আগে নেওয়া যেত ভলো হতো। কিন্তু সঙ্গতকারণে আগে নেওয়া সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Milestone tragedy: two more die to burn injuries

The total number of deaths from the jet crash now stands at 35

52m ago