সরকারি কর্মকর্তা–কর্মচারীদের বেতন কাঠামো নির্ধারণে পে কমিশন গঠন

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদে এ সিদ্ধান্ত হয়।

সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এই কমিশনের প্রধান করা হয়েছে।

কমিশন আগামী ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন দাখিল করবে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Cashless society still a distant dream

Bangladesh’s goal of a cashless future is colliding with failed projects, user mistrust, and an economy that thrives on cash

15h ago