থানায় ঢুকে পুলিশকে ছুরিকাঘাত, পালানোর সময় পুকুরে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধায় সাঘাটা থানায় ঢুকে গতকাল রাতে এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার সময় পুকুরে ঝাঁপ দেয় এক যুবক। আজ শুক্রবার সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

সাঘাটা থানার সব-ইন্সপেক্টর মশিউর রহমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'বৃহস্পতিবার রাত ১০টায় হঠাৎ করে সাঘাটা থানায় ঢুকে পুলিশের এক সহকারী পুলিশ পরিদর্শককে চাকু দিয়ে আক্রমণ করে অজ্ঞাত এক যুবক। এর পর আহত পুলিশ সদস্যের চিৎকারে পালিয়ে যাওয়ার সময় পাশের সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয় সেই যুবক। তারপর তাকে অনেক খুঁজেও পাওয়া যায়নি। আজ সকালে ফায়ার সার্ভিসের ডুবুরিরা তার মরদেহ উদ্ধার করেছে।'

'এই যুবক থানায় ঢুকে এএসআই মহসিন আলীকে মাথায় ও হাতে ধারালো চাকু দিয়ে আঘাত করে। পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়,' বলেন তিনি।

মহসিন আলীকে আক্রমণ করার জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, 'আমরা কোনো কারণ খুঁজে পাইনি এখনো। তবে আক্রমণকারীকে মানসিক ভারসাম্যহীন বলে মনে হয়েছে।'

সাঘাটা উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা বলেন, 'পুকুরটি অনেক বড় ও গভীর ছিল। একইসঙ্গে কচুরিপানায় ভরা ছিল। এ কারণে রাতে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ সকাল সাড়ে ৯টায় অজ্ঞাত সেই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'

যুবকের গায়ে আঘাতের কোনো চিহ্ন আছে কিনা জানতে চাইলে রতন চন্দ্র বলেন, 'এই বিষয়ে পুলিশ ভালো বলতে পারবে। তবে বাইরে থেকে দেখে তেমন কিছু মনে হয়নি।'

সাব-ইন্সপেক্টর মশিউর রহমান বলেন, 'এখনো এই যুবকের পরিচয় পাওয়া যায়নি। তবে তার বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে।'

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

3h ago