সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

এম হারুন-অর-রশীদ। ছবি: সংগৃহীত

সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টা চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

ঘটনাস্থলে উপস্থিত হারুন-অর-রশীদের ভাগ্নে ও এনটিভির স্টাফ রিপোর্টার আরিচ আহমেদ শাহ দ্য ডেইলি স্টারকে বলেন, গতকাল তিনি ক্লাবের একটি রুমে রাত্রিযাপনের জন্য ওঠেন। আজ সকালে ব্যক্তিগত সহকারী তার সাড়াশব্দ না পেয়ে ক্লাব কর্তৃপক্ষ এবং পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রুমের দরজা ভাঙে। এ সময় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, পারিবারিক কাজে চট্টগ্রামে এসেছিলেন হারুন-অর-রশীদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় তার বাড়ি।

সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদের জন্ম ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।

Comments

The Daily Star  | English

July killings: Court orders exhumation of 114 bodies for identification

A Dhaka court today ordered the authorities concerned to exhume 114 bodies of individuals killed during the July uprising in order to identify them

36m ago