সাংবাদিককে কুপিয়ে হত্যা: বিচার দাবিতে টাঙ্গাইল ও কিশোরগঞ্জে মানববন্ধন

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দাবিতে টাঙ্গাইল ও কিশোরগঞ্জে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা সাংবাদিকরা এই কর্মসূচি পালন করেন।
সমাবেশে টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সহসাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন রিপন, সাংবাদিক মামুনুর রহমান খান, শামীম আল মামুন ও অলক দাস বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনা শুধু সাংবাদিক সমাজের জন্য নয়, সমগ্র দেশের গণমাধ্যমের জন্য একটি ভয়ঙ্কর বার্তা।
তারা অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এর আগে সকালে শহরের স্টেশন রোড গৌরাঙ্গবাজার মোড় এলাকায় কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধন থেকে একই দাবি জানানো হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আল আমিন, সাংবাদিক আলম সারোয়ার, সাইফউদ্দীন আহমেদ লেনীনসহ অনেকে।
Comments