বাংলাদেশের পাটপণ্যের ওপর ভারতের নতুন বিধিনিষেধ

বাংলাদেশ থেকে পণ্য আমদানির ক্ষেত্রে আবারও বিধিনিষেধ আরোপ করেছে ভারত।
দেশটির ব্যবসায়ীরা বাংলাদেশ থেকে এখন চার ধরনের পাটপণ্য স্থলবন্দর দিয়ে আমদানি করতে পারবেন না। কেবলমাত্র মুম্বাইয়ের নভোসেবা বন্দর দিয়ে এসব পণ্য আমদানির সুযোগ রাখা হয়েছে।
আজ সোমবার ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য মহাপরিচালকের কার্যালয় (ডিজিএফটি) থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করেছে।
এতে বলা হয়েছে, অবিলম্বে এই সিদ্ধান্ত কার্যকর হবে। নিষেধাজ্ঞার আওতায় রয়েছে—পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়, পাটের দড়ি বা রশি, পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি এবং পাটের বস্তা বা ব্যাগ।
ডিজিএফটি মহাপরিচালক অজয় ভাদু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্যবসায়ীরা নভোসেবা সমুদ্রবন্দর ব্যবহার করে এই পণ্যগুলো আমদানি করতে পারবেন।
'ভারত-বাংলাদেশ সীমান্তের কোনো স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে এই পণ্য আমদানি করা যাবে না।' এতে আরও জানানো হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে অবিলম্বে নির্দিষ্ট কিছু পণ্যের আমদানি 'নিয়ন্ত্রণ' করা হলো।
ভারত প্রায় দুই মাস আগে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে বিভিন্ন ধরনের পাটজাত পণ্য ও বোনা কাপড় আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছিল। সে সময় কেবল নাভোসেবা বন্দর দিয়ে আমদানি অনুমোদিত ছিল।
Comments