রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, নৌকা ভ্রমণে না যাওয়ার অনুরোধ

রাজশাহীতে পদ্মা নদীর পানি আরও বেড়ে বিপৎসীমার ৫৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ মঙ্গলবার পানি উন্নয়ন বোর্ডের গজ রিডার এনামুল হক জানান, রাজশাহীতে বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। সন্ধ্যা ৬টায় রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৪৬ মিটার। দুপুর ১২টায় ছিল ১৭ দশমিক ৪৪ মিটার।
'পুরো মাসজুড়েই পানি বেড়ে চলেছে,' বলেন তিনি।
এদিকে পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে টি-বাঁধ পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
পানি উন্নয়ন বোর্ডের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ জুলাই রাজশাহীতে পদ্মার পানি বেড়ে হয়েছিল ১৬ দশমিক ৩৫ মিটার। এরপর কমতে থাকে। এরপর ৩১ জুলাই থেকে আবারও পানি বাড়তে শুরু করে।
পদ্মার তীরবর্তী কেদুরমোড় এলাকার বাসিন্দা আশরাফ আলী বাপ্পী দ্য ডেইলি স্টারকে বলেন, 'মনে হচ্ছে এবার পানি আরও অনেক উপরে উঠবে। বাড়িঘর ইতোমধ্যে ডুবতে শুরু করেছে।'
চর আষারিয়া দহ গ্রামের বাসিন্দা আব্দুল আলিম বলেন, 'পানি আরও বাড়লে ক্ষতির মুখে পড়তে হবে।'
রাজশাহী জোন পর্যটন পুলিশের ইনচার্জ মো. জাবিদ মাসুদ ডেইলি স্টারকে বলেন, 'পদ্মা উত্তাল থাকায় আমরা জনসাধারণকে বারবার নৌকা ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ টি-বাঁধের প্রধান গেট বন্ধ করে দিয়েছে, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। পানি অনেক উঁচুতে উঠে আসায় জায়গাটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।'
Comments