প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমান: জ্বালানি উপদেষ্টা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান প্রকল্প বাস্তবায়নে বিদেশি নির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার চট্টগ্রাম-ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন প্রকল্পের উদ্বোধনী (কমিশনিং) অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'আর কতকাল পরনির্ভরশীল থাকবো আমরা। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে চীন ও ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে নিজেদের প্রকৌশলীদের দক্ষ করে তুলতে হবে।'
স্বয়ংসম্পূর্ণ হওয়ার আহ্বান জানিয়ে জ্বালানি উপদেষ্টা আরও বলেন, 'উন্নয়ন প্রকল্পে ভ্যালু অ্যাডিশন বাড়াতে হবে। দুর্নীতির কারণে সম্পদের সদ্ব্যবহার হচ্ছে না। দুর্নীতি রোধ করে দেশীয় সম্পদের সদ্ব্যবহার নিশ্চিত করতে হবে।'
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় জ্বালানি তেলের প্রধান স্থাপনা (এম.আই.) প্রান্তে আজ এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. আমিন উল আহসান বলেন, 'এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় নতুন যুগে প্রবেশ করলো বিপিসি। জ্বালানি তেল সরবরাহের এই আধুনিক ব্যবস্থা চালু হওয়ায় অপচয় রোধ, অর্থ ও সময় সাশ্রয় হওয়ার পাশাপাশি তেলের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে।'
বিপিসির কর্মকর্তারা জানান, ২৫০ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনে নিয়মিত জ্বালানি তেল সরবরাহ করা হলে তেল পরিবহন বাবদ বছরের সাশ্রয় হবে অন্তত ২০০ কোটি টাকা। এই পাইপলাইন দিয়ে মূলত ডিজেল পরিবহন হবে ঢাকার গোদনাইল ও ফতুল্লা ডিপোতে।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্প বাস্তবায়ন হওয়ায় ৫০ লাখ লিটার ডিজেল চট্টগ্রামের পতেঙ্গা থেকে ঢাকার গোদনাইলে পরিবহন করতে এখন সময় লাগছে মাত্র ১২ ঘণ্টা। আগে নৌপথে ডিজেল পরিবহন করতে সময় লাগতো ৪৮ ঘণ্টা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি সচিব সাইফুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোরের প্রধান মেজর জেনারেল হাসানুজ্জামান, প্রকল্পের পরিচালক কর্নেল সুলতান মাহমুদ।
Comments