‘নিজের নয়, জনগণের ইচ্ছায় সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি’

ছবি: বারনামা

অধ্যাপক মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার জাতীয় সংবাদমাধ্যম বারনামাকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে বলেছেন, ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষা থেকে নয়, বরং জনগণের ইচ্ছা ও রাজনৈতিক পরিবর্তনের দাবিকে সম্মান জানাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, 'এটা আমার নয়, এটা সেসব মানুষের চাওয়া, যারা পরিবর্তন চেয়েছিলেন।'

'তারা যেভাবে চলতে চান, আমি শুধু তাদের সেভাবে চলতে সহায়তা করছি,' যোগ করেন তিনি।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে মালয়েশিয়ায় তিন দিনের রাষ্ট্রীয় সফর শেষ দিকে বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ অধ্যাপক ইউনূসের সাক্ষাৎকারটি নিয়েছেন।

সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, 'ভোট দেওয়ার জন্য কেউ ১০ বছর ধরে অপেক্ষা করছেন, কেউ ১৫ বছর ধরে।'

'কল্পনা করুন, আপনার বয়স ১৮ বছর হয়েছে, আপনি ভোট দিতে আগ্রহী। কিন্তু আপনার কখনো সেই সুযোগ আসেনি। কারণ, সত্যিকার অর্থে কখনো নির্বাচনই হয়নি। এবার তারা প্রথমবারের মতো ভোট দিতে পারবেন,' তিনি ব্যাখ্যা করেন।

ক্ষুদ্রঋণ ধারণার পথিকৃৎ হিসেবে খ্যাত অধ্যাপক ইউনূস ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। রাজনৈতিক নেতৃত্বে আসা কখনোই তার পরিকল্পনার অংশ ছিল না। তার ভাষ্য, পরিস্থিতির কারণে বেছে নেওয়ার মতো খুব কম সুযোগ তার সামনে ছিল।

অধ্যাপক ইউনূস একজন নেতার চেয়ে গণতান্ত্রিক ব্যবস্থার একজন অভিভাবক হিসেবেই বর্তমানে নিজের ভূমিকা তুলে ধরতে চান।

সামনে থাকা চ্যালেঞ্জগুলো স্বীকার করে তিনি বলেন, 'এখানে অনেক অসুবিধা। অনেকেই এটাকে ব্যাহত করতে চায়। কেননা, বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো পুরো ব্যবস্থাকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।'

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

5h ago