ঢাকা কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৫

ছবি: ভিডিও থেকে নেওয়া

রাজধানীতে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সায়েন্সল্যাব ও আশপাশের এলাকায় এই সংঘর্ষ হয়।

বিষয়টি নিশ্চিত করে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আহতদের মধ্যে তিনজন সিটি কলেজের এবং দুজন ঢাকা কলেজের শিক্ষার্থী।

তিনি আরও জানান, মঙ্গলবার কোচিং সেন্টারে আসন বিন্যাস নিয়ে সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী ঢাকা কলেজের কয়েকজনকে মারধর করে বলে জানা গেছে। এরই ধারাবাহিকতায় আজ আবারও দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে অন্তত পাঁচজন আহত হন।

দুপুর সাড়ে ১২টার দিকে ধানমন্ডি থানার ওসি ক্যশৈন্যু মারমা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষই নিজেদের ক্যাম্পাসে ফিরে গেছে।

এ দুই কলেজের শিক্ষার্থীরা প্রায়ই সংঘর্ষে জড়ায়, যার ফলে ব্যস্ততম এই এলাকায় মারাত্মক যানজটও সৃষ্টি হয়।

Comments

The Daily Star  | English
political parties support election drive

Political parties must support the election drive

The election in February 2026 is among the most important challenges that we are going to face.

17h ago