৩ মাস মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ভাতা দেওয়ার দাবি

সুন্দরবনে প্রজনন মৌসুমে তিন মাস মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন মোংলা জেলে সমিতির সভাপতি বিদ্যুৎ মন্ডল।
এ ছাড়া তিনি মৎস্য সম্পদ রক্ষায় সুন্দরবনে বিষ দিয়ে মাছ নিধন বন্ধে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
গতকাল খুলনা প্রেসক্লাবে আঞ্চলিক খাদ্য অধিকার সম্মেলনে খাদ্য নিরাপত্তা নেটওয়ার্কের (খানি) উদ্যোগে আয়োজিত সম্মেলনে তিনি এসব বলেন।
খানির সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিকী বলেন, 'কৃষিক্ষেত্রে বিজ্ঞানের সফল অভিযোজন হচ্ছে না, যা আমাদের খাদ্য নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।'
খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. হুসাইন শওকত বলেন, 'খাদ্য অধিকার আইন প্রণয়ন করা উচিত, যেন এর ব্যত্যয় ঘটলে শাস্তির বিধান থাকে। খাদ্য ও পুষ্টি অধিকারের একটি আইন হলে রাষ্ট্র তার নাগরিকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আইনগতভাবে দায়বদ্ধ থাকবে।'
তিনি আরও বলেন, 'উপকূলীয় অঞ্চলের যেসব জমি অনাবাদি পড়ে আছে, সেগুলোকে পরিকল্পিত উপায়ে আবাদের আওতায় আনা গেলে আমাদের সামগ্রিক কৃষি নিরাপত্তার জন্য সহায়ক হবে।'
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মোসাদ্দেক হোসেন বলেন, 'আমরা অপরিকল্পিত চিংড়ি ঘেরের বিরোধী। আমাদের ফসল, মাছ এবং বৈদেশিক মুদ্রা—সবই প্রয়োজন।'
'তাই অপরিকল্পিত ঘের বন্ধ করে সেগুলোকে পরিকল্পিত উপায়ে পরিচালনা করতে হবে,' বলেন তিনি।
তিনি আরও বলেন, 'কোন এলাকায় কোন ফসল ফলানো হবে এবং সেখান থেকে সর্বোচ্চ উৎপাদন কীভাবে পাওয়া যাবে, তা নিশ্চিত করতে আমাদের ক্রপ জোনিং (শস্য অঞ্চল বিভাজন) প্রয়োজন।'
Comments